ইরানে সরকার বিরোধী বিক্ষোভকালে ২৩ শিশু নিহত: অ্যামনেস্টি

ইরানে গত নভেম্বরে সরকার বিরোধী বিক্ষোভকালে ব্যাপক দমনপীড়নে ২৩ শিশু নিহত হয়েছে। মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল খবরটি জানিয়েছে এবং সংস্থাটি এ জন্যে দেশটির নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছে।

আকস্মিকভাবে পেট্রোলের দাম বৃদ্ধির ঘোষণা দেয়ার পর গত ১৫ নভেম্বর থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাপক অভিযান চালায়। এতে ইতোমধ্যে ৩০৪ জন প্রাণ হারিয়েছে বলে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে। এদিকে তেহরান বলেছে এ সংখ্যা বিতর্কিত। অ্যামনেষ্টি নিহতের সংখ্যা অনেক বাড়িয়ে বলেছে।

অ্যামনেষ্টি তাদের নতুন প্রতিবেদনে বলেছে, সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে ২৩ শিশু নিহত হয়েছে এমন প্রমাণ তারা পেয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেআইনিভাবে গুলি করে তাদের হত্যা করে। বিক্ষোভকারীরা নিরস্ত্র ছিল। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান