ইরানের তেলসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আহভাজ শহরে এক সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনায় পশ্চিমা কূটনৈতিকদের তলব করেছে দেশটি। খবর ইউএনবি’র।
শনিবার বার্ষিক সামরিক কুচকওয়াজের সময় ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর পোশাক পরিহিত বন্দুকধারীরা সেনা ও পুলিশ কমান্ডারদের বসে থাকার জায়গা লক্ষ্য করে গুলি চালায়। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই হামলায় শিশু, নারী ও সাংবাদিকসহ অন্তত ২৫ জন নিহত এবং ৬০ জনের অধিক আহত হয়। গার্ড বাহিনীর কমপক্ষে আট সদস্য নিহত এবং ২০ জন আহত হয়।
হামলার সময় কুচকাওয়াজ অনুষ্ঠানটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ হামলার জন্য যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট আঞ্চলিক দেশগুলোকে দায়ী করেছেন। তিনি টুইটারে হুমকি দিয়ে বলেন, ইরানিদের জীবন রক্ষায় ইরান দ্রুত এবং স্পষ্টভাবে ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহারের কারণে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
‘জঙ্গী দলের সদস্যদের’ হামলা করার অভিযোগে রবিবার ব্রিটেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে কূটনীতিককে জরুরি তলব করেছে ইরান।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি অবিলম্বে হামলার তদন্ত করে গোয়েন্দা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।
ইরানের সরকারি বার্তাসংস্থা জানায়, ‘ইরানে হামলাকারীদের পরিণতি কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট। যারা হামলায় সমর্থন দিয়েছে তাদেরও জবাবদিহি করতে হবে।’
আজকের বাজার/এমএইচ