ইরানের তেলসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আহভাজ শহরে এক সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনায় ২৪ জন নিহত এবং আরো ৫৩ জন আহত হয়েছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ‘ওয়াকিবহাল সূত্রের’ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর পোশাক পরিহিত বন্দুকধারীরা সেনা ও পুলিশ কমান্ডারদের বসে থাকার জায়গা লক্ষ্য করে গুলি চালায়।
হামলায় গার্ড বাহিনীর কমপক্ষে আট সদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ হামলার জন্য আঞ্চলিক দেশগুলো এবং তাদের মার্কিন প্রভুদের দায়ী করেছেন।
তিনি টুইটারে হুমকি দিয়ে বলেন, ইরানিদের জীবন রক্ষায় ইরান দ্রুত এবং স্পষ্টভাবে ব্যবস্থা নেবে।
হতাহতদের মাঝে শিশু এবং সাংবাদিক রয়েছেন বলে জানিয়েছেন জারিফ। তথ্য-ইউএনবি।
আজকের বাজার/এমএইচ