ইরানে সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। কারিগরি ত্রটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে জানিয়েছে ইরানের বিমান বাহিনী।
শহিদ বাবেই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ উড্ডয়নের পর কারিগরি ত্রুটিতে পড়ে সামরিক বিমানটি। পরে দুপুরের দিকে হাসানাবাদ গ্রামের কাছে বিধ্বস্ত হয় বিমানটি।
বিমান বিধ্বস্ত হওয়ার পর জরুরি সহায়তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এফ-৭ বিমানটির পাইলট এবং সহকারী পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফারস নিউজ।
২০১৬ সালের মে মাসে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর হামাদিনে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২৯ বিমান জরুরি অবতরণে বাধ্য হয়। ওই ঘটনায় বিমানটির এক পাইলট নিহত ও অপরজন গুরুতর আহত হয়। এছাড়া ওই বছরের জুনে দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে লেক বাগদেগানে বিমানবাহিনীর একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনাতে দুই পাইলট বিমান থেকে অক্ষত রেবিয়ে যেতে সক্ষম হন।
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। কার্যকর করেছে বাণিজ্য নিষেধাজ্ঞা। এর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান।
আরজেড/