ইরানের পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্তবর্তী এলাকায় রোববার ভোরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রোববার স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি কারমানশাহ প্রদেশের জাভানুর্দু শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে আঘাত হেনেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত বছর এই স্থানের কাছেই একটি শক্তিশালী ভূমিকম্পে কয়েকশ লোক প্রাণ হারায়।
বার্তা সংস্থা তানসিম স্থানীয় এক মেডিকেল কলেজের বরাত দিয়ে জানায়, ভূমিকম্পের সময় নোভোসবাদ শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক লোক মারা গেছেন।
পত্রিকাটি আরও জানায়, বেশ কয়েকটি শহরে মোট ৫৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সরকারি কর্মকর্তা সালাস বাবাজানির বরাত দিয়ে জানায়, সেখানে অন্তত সাত জন লোক আহত হয়েছে। ত্রাণ কর্মীদের সতর্কতা অবস্থায় রাখা হয়েছে।
আজকের বাজার/এমএইচ