ইরান উত্তেজনার মধ্যেই কাতারে যুদ্ধবিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র কাতারে যুদ্ধবিমান মোতায়েন করেছে। ইরানের সাথে সৃষ্ট চরম উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক শক্তি জোরদারে এই প্রথমবারের মতো তারা এফ-২২ স্টীলথ ফাইটার্স বিমান মোতায়েন করলো। শুক্রবার দেশটির সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
ইউএস এয়ার ফোর্সেস সেন্ট্রাল মিলিটারি কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, আমেরিকান সৈন্য এবং মার্কিন স্বার্থ রক্ষায় এফ-২২ র‌্যাপটর স্টীলথ ফাইটার মোতায়েন করা হয়েছে। এ ধরনের উচ্চ প্রযুক্তির কতটি বিমান কাতারে পাঠানো হয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট করে বিবৃতিতে কিছু বলা হয়নি।
ছবিতে কাতারে আল-উদিদ বিমান ঘাঁটির আকাশে এ ধরনের পাঁচটি যুদ্ধবিমানকে চক্কর দিতে দেখা গেছে।
ইরানের সাথে করা ২০১৫ সালের বহুপক্ষীয় পরমাণু চুক্তি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক তরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এটাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ফের ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোনকে গুলি করে ভূপাতিত করায় গত সপ্তাহে দেশ দু’টির মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়।