ইরানের সরকার পরিবর্তনের দাবিতে শুক্রবার ওয়াশিংটনে কয়েকশ’ মানুষ বিক্ষোভ করেছে। এসময় তারা জনগণের প্রতি তেহরান সরকারের নিষ্ঠুর আচরণের নিন্দা জানায়।
বিক্ষোভকারীরা ‘এখনই সরকার পরিবর্তন চাই’ বলে স্লোগান দেয়। তাদের হাতে ইরানের জাতীয় পতাকা ছিল।
এ সময় কিছু বিক্ষোভকারীর হাতে ইরানে নিষিদ্ধ ঘোষিত বিরোধীদল পিপলস মুজাহিদিনের নেতা মারিয়ান রাজাভির ছবি ছিল।
ইরানী-আমেরিকান প্রকৌশলী মিখায়েল পাসি বলেন, ‘ইরান সরকার দেশটির জনগণের সাথে নিষ্ঠুর আচরণ করছে। এ সরকার ইরানকে সার্বিকভাবে ধ্বংস করে ফেলেছে।’
তিনি ইরান সরকারকে অভিযুক্ত করে বলেন, ‘এ সরকার দেশটিতে বহু মানুষের মৃত্যুদন্ড কার্যকর করেছে, বহু মানুষের ওপর নির্যাতন চালিয়েছে এবং বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদ ছড়িয়েছে।’
অ্যারিজোনা ভিত্তিক ডিজাইনার মিনা ইন্তাজারি বলেন, ‘আমরা ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করতে চাই।’ তিনি ইরানে সাত বছর রাজবন্দি ছিলেন।
তিনি আরো বলেন, ‘আমরা জনগণের মুক্তি চাই।’