ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্ব সেরা

ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম। এছাড়া তেলাপিয়া মাছ উদপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ, তেলাপিয়া মাছ উদপাদনের আহরণে তৃতীয় এবং বদ্ধজলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে ৫ম স্থান অধিকার করেছে।

অন্য দিকে ২০০৮-০৯ অর্থবছরে ২ লাখ ৯৯ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদিত হলেও ২০১৮-১৯ অর্থবছরে তা এসে দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার টনে। আজ বুধবার মৎস্য অধিদফতরের সম্মেলনকক্ষে ২৭তম ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান একথা জানান।

আজ ১৭ জুলাই থেকে দেশব্যাপি শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯। সপ্তাহটি চলবে ২৩ জুলাই পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন এবং মৎস্য খাতে অবদানের জন্য নির্বাচিত ১৭ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ‘জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯’ প্রদান করবেন বলে মন্ত্রনালয় সূত্রে জানা গেছে। তিনি ( প্রধানমন্ত্রী ) এদিন সকাল ১১টায় গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে আজ রাজধানীতে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।সংবাদ সম্মেলনের আগে সকাল ৮টার দিকে এ উপলক্ষে মৎস্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মৎস্যভবন থেকে শুরু হয়।

আজকের বাজার/লুৎফর রহমান