রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আওয়ামী লীগের (এএল) সাবেক সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক-এর মৃত্যুতে আজ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি ইসমত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। রাষ্ট্রপতি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। যশোর-৬ আসনের আওয়ামী লীগের এমপি ইসমত আরা আজ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ইসমত আরা আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের স্ত্রী। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান