ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) আসন্ন গবেষণা তহবিল থেকে ইসরাইলের সামরিক প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়ার জন্য সংগঠনটির প্রতি আহবান জানিয়েছে ১৬ দেশের ১৫৪টি সংগঠন। খবর আল জাজিরা’র।
এমনটা হলে ইসরাইলি সংস্থাগুলো কয়েকশ’ কোটি ডলার পরিমাণ অর্থ লোকসানের সম্মুখীন হবে।
ইসরাইলি পত্রিকা হায়োম ডেইলির এক খবরে বলা হয়েছে, ইইউ’র আসন্ন ১১ হাজার ৭০০ কোটি ডলারের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক কর্মসূচিতে ইসরাইলের সামরিক প্রতিষ্ঠানগুলোকে যোগ না করার জন্য ইইউ আইনপ্রণেতাদের প্রতি আহবান জানিয়েছে ১৫৪টি সংগঠন।
১৬ দেশের সংগঠনগুলো এক চিঠিতে ইইউ আইনপ্রণেতাদের প্রতি ইসরাইলকে তহবিল থেকে বাদ দেওয়ার আহবান জানিয়েছে।
চিঠিতে বলা হয়, ইইউ বহু বছর ধরে নিরাপত্তা-শিল্প সংক্রান্ত গবেষণায় অর্থায়ন করে আসছে।
চিঠিতে আরও বলা হয়, ইউরোপীয় করদাতাদের অর্থ সামরিক প্রতিষ্ঠানগুলোতেও যায়। এর মধ্যে গবেষণার আড়ালে বেসামরিক স্বার্থে প্রযুক্তি ও পদ্ধতি উন্নয়নের প্রতিশ্রুতি করা অনেকগুলো ইসরাইলি সামরিক প্রতিষ্ঠানও রয়েছে।
আজকের বাজার/একেএ