সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চল লক্ষ্য করে চালানো ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। বার্তা সংস্থা সানা জানায়, আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুনিত্রার দক্ষিণপশ্চিমে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে। মধ্যরাতের পর দেয়া সংক্ষিপ্ত ওই বিবৃতিতে হামলার স্থাপনার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। কুনিত্রা প্রদেশ হচ্ছে ইসরাইলের বর্ধিত গোলান মালভূমির কাছে অবস্থিত।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের দু’টি সামরিক বিমানবন্দর এবং কুনিত্রা প্রদেশের দু’টি এলাকা লক্ষ্য করে এসব হামলা হালানো হয়। সেখানে দামেস্ক পন্থী লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মিত্রদের উপস্থিতি রয়েছে। তবে ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, এসব হামলায় তাৎক্ষণিকভাবে নিহতের বা অবকাঠামো ধ্বংসের কোন খবর পাওয়া যায়নি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান