ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুলাই) নিজেদের বসতভিটায় ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে ওই ফিলিস্তিনি কিশোর নিহত হন।
গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে ইসরাইলের প্রাণঘাতী হামলায় এ পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছেন।
শুক্রবারের বিক্ষোভে কয়েক হাজার লোক অংশ নিয়েছিলেন। কেউ কেউ সীমান্তবেষ্টনীর কাছে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের ভূখণ্ডে কোনো ফিলিস্তিনি ঢুকতে চাইলেই তাকে গুলি করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, ১৫ বছর বয়সী কিশোর ওসমান রামি হাল্লিসের বুকে গুলি লেগেছে। এ ছাড়া আরও ৭০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনের শরীরে তাজা গুলি লেগেছে।
আজকের বাজার/একেএ