ইসরাইলি সেনার গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯৫০ বিক্ষোভকারী।
শুক্রবার জুমার পর ইসরাইলি সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার গাজা সীমান্তে জড়ো হন কয়েক হাজার ফিলিস্তিনি। এসময় তাদের ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি ছোড়ে ইসরাইলি সেনারা।
এর মাধ্যমে পঞ্চম সপ্তাহে গড়ালো ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার কর্মসূচি গ্রেট মার্চ ফর রির্টান মুভমেন্ট।
গেল মাসের শেষ নাগাদ শুরু হওয়া বিক্ষোভে এ নিয়ে নিহত হয়েছে ৪৫ জন। আহতের সংখ্যা ছয় হাজারেরও বেশি।
এ পরিস্থিতিতে, শুক্রবার ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের অভিযোগ, ফিলিস্তিনিদের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন।