গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরা’র।
শুক্রবার (৮ জুন) ফিলিস্তিনের গাজা উপত্যকায় এ ঘটনা ঘটে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার নিজেদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে ফিলিস্তিনিরা বিক্ষোভ করে। এ সময় ইসরাইলি বাহিনী গুলি চালায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এতে ৩ ফিলিস্তিনির মৃত্যু হয় যাদের মধ্যে ১৫ বছরের এক বালকও ছিল। আহত হয়েছেন ৫ শতাধিক। এদের মধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর।
আজকের বাজার/একেএ