গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২২,৬৩৯টি আবাসিক ভবন এবং ১০টি চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ কথা জানিয়েছে। আগে এটি টুইটার নামে পরিচিত ছিল। খবর তাস’র।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের বিমান হামলায় ৪৮টি স্থানীয় স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গাজা উপত্যকায় বিদ্যুত ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলে ব্যাপক হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বশেষ এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরাইল এবং ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলিতে প্রায় ৯০০ ফিলিস্তিনি নাগরিক নিহত এবং সাড়ে চার হাজারেরও বেশি আহত হয়। অপরদিকে এ সংঘাতে ইসরাইলের প্রায় ১,০০০ নাগরিক নিহত ও ৩,৪০০ জন আহত হয়েছে।
হামাসের পক্ষ থেকে বলা হয়, তারা জেরুজালের আল-আকসা মসজিদে ইসরাইলি কর্তৃপক্ষের অভিযানের জবাবে এ হামলা চালায়।
এদিকে এমন পরিস্থিতিতে ইসরাইল যুদ্ধের এবং গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে।