ইসরাইলি হামলায় গাজায় ২০ হাজারের বেশি ঘরবাড়ি, ১০টি চিকিৎসা কেন্দ্র লন্ডভন্ড

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২২,৬৩৯টি আবাসিক ভবন এবং ১০টি চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ কথা জানিয়েছে। আগে এটি টুইটার নামে পরিচিত ছিল। খবর তাস’র।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের বিমান হামলায় ৪৮টি স্থানীয় স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গাজা উপত্যকায় বিদ্যুত ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলে ব্যাপক হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বশেষ এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরাইল এবং ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলিতে প্রায় ৯০০ ফিলিস্তিনি নাগরিক নিহত এবং সাড়ে চার হাজারেরও বেশি আহত হয়। অপরদিকে এ সংঘাতে ইসরাইলের প্রায় ১,০০০ নাগরিক নিহত ও ৩,৪০০ জন আহত হয়েছে।
হামাসের পক্ষ থেকে বলা হয়, তারা জেরুজালের আল-আকসা মসজিদে ইসরাইলি কর্তৃপক্ষের অভিযানের জবাবে এ হামলা চালায়।
এদিকে এমন পরিস্থিতিতে ইসরাইল যুদ্ধের এবং গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে।