সিরিয়ার সামরিক বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে বুধবার ইসরাইলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সানা আরো জানিয়েছে, ইসরাইল বিতর্কিত গোলান মালভূমি থেকে স্থানীয় সময় রাত ১১টার দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে প্রাণহানি না হলেও অন্যান্য ক্ষতি হয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের চালানো এ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে সূত্র উল্লেখ করেছে।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ইসরাইল দক্ষিণাঞ্চলীয় কোনিয়েত্রা প্রদেশে সরকারি বাহিনী লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। এখানে ইরানপন্থী মিলিশিয়াদেরও উপস্থিতি ছিল।
ইসরাইল নিয়মিতই সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। ইরানপন্থী মিলিশিয়াদের লক্ষ্য করে এসব হামলা চালালেও তারা খুব কমই এসব অভিযানের কথা স্বীকার করে।
অবজারভেটরি আরো বলছে, ইসরাইল গত ১৩ জানুয়ারি সিরিয়ায় ভয়াবহ হামলা চালায়। এ হামলায় সরকারি ও মিত্র যোদ্ধাদের ৫৭ জন নিহত হয়।
সিরিয়ায় ইসরাইলের হামলা শুরুর পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।