একজন ফিলিস্তিনী ইসরাইলী পুলিশকে ছুরিকাঘাত করে। ইসরাইলী পুলিশের পাল্টা গুলিতে সে ফিলিস্তিনী নিহত হয়।
ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ কর্মকর্তা তল্লাশি শুরু করার পর ওই ব্যক্তি ছুরি হামলা চালায়।
ওই পুলিশ কর্মকর্তা তৎক্ষনাত গুলি চালায় এবং ঘটনাস্থলেই ওই ব্যক্তি প্রাণ হারায়। আর ওই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়।