পশ্চিম তীরের উত্তরাঞ্চলে গ্রেফতার মিশনে থাকা বিশেষ ইসরাইলি বাহিনীর হাতে বৃহস্পতিবার ভোরে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে, উভয় পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর এএফপি’র।
একজন ইসরায়েলী নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, নিহত একজন ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের ওপর গুলি চালিয়েছিল বলে সন্দেহ করা হয়। অন্য দু’জন ফিলিস্তিন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর সদস্য,যারা প্রাথমিক গুলি বিনিময়ের ঘটনার সাক্ষী ছিল।