ইসরাইলী হামলায় নিহত আল জাজিরা সাংবাদিকের দাফন সম্পন্ন

দক্ষিণ গাজায় উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে ইসরাইলের ড্রোন হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক আবুদাক্কার দাফন শনিবার সম্পন্ন হয়েছে।

এর আগে খান ইউনুস শহরে অনুষ্ঠিত তার জানাজায় পরিবারের সদস্যসহ হাজার হাজার ফিলিস্তিনি অংশ নেয়।
তার মা উম মাহের বিশেষ করে আল জাজিরার সাংবাদিকদের ইসরাইল টার্গেট করেছে বলে অভিযোগ করেন।
উল্লেখ্য, দক্ষিণ গাজা উপত্যকায় দায়িত্ব পালনকালে শুক্রবার কাতারিভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ক্যামেরাম্যান সামের আবুদাক্কা নিহত হন। বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলার বিষয়ে রিপোর্ট করার সময় ড্রোন হামলায় তিনি প্রাণ হারান । এসময় আহত হয়েছেন আরও এক সাংবাদিক।

আল জাজিরা জানিয়েছে, আবুদাক্কা খান ইউনুসের ফারহানা স্কুলে আহত হওয়ার পর তাকে নিরাপত্তা বা চিকিৎসা সেবা দেয়া যায়নি। ওই এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেয়ার আগেই আহত অবস্থায় মারা যান তিনি।
আবুদাক্কা ১৯৭৮ সালে জন্ম নেন। তিনি তিন পুত্র ও এক কন্যার জনক ছিলেন।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাস আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পর পরই ইসরাইল গাজায় নির্বিচারে হামলা শুরু করে। এ হামলা এখনও অব্যাহত রয়েছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বলছে, উভয়পক্ষে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৬০ জনেরও বেশি সাংবাদিক ও মিডিয়াকর্মী নিহত হয়েছে। (বাসস ডেস্ক)