ইসরাইলের অস্ত্রাগার থেকে বিপুল পরিমান অস্ত্র রহস্যজনকভাবে উধাও

ইসরাইলের একটি সামরিক ঘাঁটি থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং ট্যাংক বিধ্বংসী মাইন রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে।

ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে মোতায়েন দেশটির ৬০১তম ব্যাটেলিয়নের জরুরি অস্ত্রাগার থেকে এ সব অস্ত্র ও গোলাবারুদ উধাও হয়েছে।

ইরানের বার্তা সংস্থা পার্সটুডের খবরে বলা হয়েছে, অস্ত্র ও গোলাবারুদের মজুদ মিলিয়ে দেখার সময়ে সোমবার এ ঘটনা ধরা পড়ে।

তাৎক্ষণিকভাবে ঘটনাটি ওই এলাকার সামরিক কমান্ডারদের জানানো হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইসরাইলের সামরিক তদন্তকারীরা।

উধাও হওয়া অস্ত্র এবং গোলাবারুদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে ৫.৫৬ এমএম গুলি, ৫০ এমএম গুলি, এম ১৬ ডিটোনেটর এবং ট্যাংক বিধ্বংসী মাইন রয়েছে।

ইয়োম কিপুর নামে পরিচিত ইহুদিদের ধর্মীয় ছুটির দিনে অস্ত্রাগারে চুরি হয়েছে বলে ধারণা করছে ইসরাইলের সামরিক পুলিশ। দেশটির সেনাবাহিনী বলেছে, অস্ত্রাগারের নিরাপত্তা জোরদার করতে আরো তহবিলের যোগান দেয়া হবে।

অবশ্য এর আগেও ইসরাইলি অস্ত্রাগার থেকে রাইফেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। চলতি বছরের গোড়ার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটি থেকে প্রায় ৩৬টি এম-১৬ রাইফেল চুরি গেছে।

আজকের বাজার : এমএম / ৪ অক্টোবর ২০১৭