যুক্তরাষ্ট্র ইসরাইলে রকেট হামলার নিন্দা জানিয়ে গাজায় ইসরাইলের হামলার প্রতি সমর্থন জানিয়ে বলেছে, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে।’
শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
শনিবার গাজা থেকে হামাস যোদ্ধারা ইসরাইলে ২৫০টির মতো রকেট হামলা চালায়।জবাবে ইসলাইল ফিলিস্তিনে বিমান হামলা চালালে বেশ কয়েকজন ফিলিস্তিনী নিহত হয়।
এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র মর্গেন ওর্তাগাস এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরপরাধ বেসামরিক লোক ও আবাসিক এলাকায় হামাসের চলমান রকেট হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা সহিংসতাকারীদের প্রতি অবিলম্বে তাদের এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি।’
মর্গেন বলেন, ‘আমরা ইসরাইলের পাশে আছি এবং তাদের উপর এই হামলার জবাবে তাদের আত্মরক্ষার যে অধিকার রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছি।’