গাজা সীমান্তে কয়েক হাজার নারী একটি বিক্ষোভ মিছিল বের করলে তাতে গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে আহত হয়েছেন অন্তত ১৩৪ জন। যাদের অধিকাংশই নারী।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুলাই)এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ক্রমাগত অস্তিরতার অংশ হিসেবে ফিলিস্তিনি শিশু ও যুবকদের ওপর গুলি চালায় ইসরাইলি বাহিনী। তারই প্রতিবাদে মাঠে নামে নারীরা। কয়েক হাজার নারী ওই সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার গাজা সীমান্তে বিক্ষোভ করে। তার তাতে গুলি চালায় দেশটির সীমান্তরক্ষীরা। এতে গুলিবিদ্ধ হয়েছে নারী ও শিশুসহ কমপক্ষে ১৩৪ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা এক বিবৃতিতে জানিয়েছেন, ১৯৪৮ সালের পর থেকে সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে দখলদার ইসরাইলি বাহিনী। বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা গত ৩০ মার্চ থেকে নিজেদের বাড়ি ফিরে পেতে নতুন করে আন্দোলনে নেমেছেন।
গত মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ এ আন্দোলনে এ পর্যন্ত শিশুসহ ১৩৮ জনকে হত্যা করেছে ইসরাইল।
আরএম/