ইসরাইলের নিষেধাজ্ঞায় গাজায় আমদানি-রপ্তানি বন্ধ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কেরেম শালোম সীমান্তে নিষেধাজ্ঞা জারি করে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে ইসরাইল। খবর আল জাজিরার।

ইসরাইল জানিয়েছে, মানবিক বিবেচনায় খাদ্য, ওষুধ, জ্বালানি, পশু খাদ্য, ও গবাদিপশুসহ প্রয়োজনীয় এমন পণ্য ছাড়া আর কোনো কিছু গাজাতে ঢুকতে দেওয়া হবে না।

আল জাজিরার খবরে বলা হয়, নিজেদের এমন সিদ্ধান্তের পক্ষে ইসরাইল ফিলিস্তিনিদের ঘুড়ি দিয়ে করা হামলার বিষয়টিকে সামনে এনেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘুড়ি ও বেলুন দিয়ে সীমান্ত পার করে ফসলের ক্ষেতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ইসরাইলের।

এদিকে, গাজার ব্যবসায়ীরা বিপদে পড়েছেন ইসরাইলের সিদ্ধান্তে। অর্থ পরিশোধ করলেও তাদের পণ্য আর গাজায় ঢুকতে পারছে না। এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে জাতিসংঘের জন্য নির্ধারিত নির্মাণসামগ্রীও।

গাজার ব্যবসায়ীরা ইসরাইলি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। গাজার আমদানি-রপ্তানি নিষিদ্ধ করে দেওয়ার ইসরাইলি সিদ্ধান্তে হুমকির মুখে রয়েছে অবরুদ্ধ এলাকাটির অর্থনীতি।

একজন ব্যবসায়ী মন্তব্য করেছেন, ইসরাইলের কেরেম শালোম সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি মৃত্যু পরোয়ানার সমান।

গত সোমবার ইসরাইলি কর্তৃপক্ষ ‘ফিলিস্তিন ক্রসিং অথরিটিকে’ জানিয়েছে, খাদ্য, ওষুধ, জ্বালানি, পশু খাদ্য, ও গবাদিপশু ছাড়া আর কোনো কিছু কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় ঢুকতে দেওয়া হবে না।

নির্মাণ উপকরণ, আসবাব, কাঠ, ইলেক্ট্রনিক যন্ত্রপাতি, কাপড়, পোশাক, কম্বল, জেনারেটর ইত্যাদি পণ্য প্রবেশ করতে পারবে না গাজায়।

আজকের বাজার/একেএ