মেহরাজ মোর্শেদ : ইসরাইলের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্র বাহরাইন।
বাহরাইন ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পার্সটুডে জানিয়েছে, বিষয়টি নিয়ে এরই মধ্যে মানামা এবং তেল আবিব কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পথে রয়েছে।
এ বিষয়ে খুব শিগগিরি ঘোষণা দেয়া হতে পারে বলেও খবরে জানানো হয়।
গত ২৩ সেপ্টেম্বর শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক বাহরাইনের কয়েকজন সরকারি কর্মকর্তা মিডলইস্ট আই নিউজ পোর্টালকে বলেছেন, সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে সম্ভবত আগামী বছরে রাষ্ট্রীয় ঘোষণা দেয়া হতে পারে।
ওই কর্মকর্তারা জানান, বাহরাইন ও ইসরাইল এরইমধ্যে ব্যবসায়ী এবং ধর্মীয় নেতাদের সফর বিনিময়ের বিষয়ে কাজ করছে।
দু'পক্ষের মন্ত্রীদের মধ্যেও সে সফর হতে পারে বলেও জানান তারা।
বাহরাইনের কয়েকটি সূত্র বলেছে, সরকারি ঘোষণার পরই ইসরাইল ও বাহরাইনের মধ্যে বাণিজ্য চুক্তি হবে।
তবে একজন পশ্চিমা কর্মকর্তা বলেছেন, সম্পর্ক প্রতিষ্ঠার পরও শিগগিরি বাহরাইনে ইসরাইলি দূতাবাস খোলা হবে বলে মনে হয় না।
আজকের বাজার : এমএম / ২৪ সেপ্টেম্বর ২০১৭