গাজার ইসলামপন্থী শাসক হামাস সোমবার জানিয়েছে, তারা ইসরাইলের সাথে সর্বশেষ ছড়িয়ে পড়া সংঘাত বন্ধে কাতারের মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌঁছেছে। খবর এএফপি’র।
ফিলিস্তিন ভূখন্ডের গাজা নেতা ইয়াহিয়া সিনওয়ারের দপ্তর জানায়, ‘কাতারের রাষ্ট্রদূত মোহাম্মাদ আল-ইমাদির সঙ্গে আলোচনার পর আমাদের জনগণের ওপর (ইসরাইলের) আগ্রাসন বন্ধে এবং সেখানে সর্বশেষ ছড়িয়ে পড়া উত্তেজনার লাগাম টেনে ধরতে একটি চুক্তি করা হয়েছে।’