ইসরাইলে খেলতে চান না আর্জেন্টিনা কোচ সাম্পাওলি

বিশ্বকাপের আগে ইসরাইলে খেলতে আসছে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ওয়ার্ম আপ ম্যাচটি খেলতে আর্জেন্টাইনদের ইসরাইল সফরের বিষয়টি চূড়ান্ত। অনেক দিন থেকেই ফিলিস্তিনিরা মেসিদের অনুরোধ করে আসছিল দখলদার ইসরাইলের মাটিতে খেলতে না আসার জন্য।

মেসির হ্যাট্রিকে হাইতির বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। জয়ের পর উচ্ছ্বসিত সাম্পাওলি বলেন, ‘আমরা কখন খেলবো বা কার বিপক্ষে খেলবো সেটা আমি নির্ধারণ করি না।’

যদিও বিশ্বকাপের আগে দেশটিতে সফর করতে রাজি নন কোচ হোর্হে সাম্পাওলি। তবে, এটি একেবারেই ফুটবলীয় দৃষ্টিভঙ্গি থেকে। মূলত বিশ্বকাপের আগে খুব বেশি ভ্রমণ করতে চাননি তিনি।

তবে তিনি বলেন, ‘খেলার দৃষ্টিভঙ্গি থেকে, আমি বার্সেলোনাতে খেলতে চাইতাম। খেলার আগের দিন আমাদের ভ্রমণ করতে হবে। ইসরাইলের বিপক্ষে খেলতে হবে এবং সেখান থেকেই রাশিয়া যেতে হবে। এই শিডিউলটা এএফএ আমাদের দিয়েছে।

সাম্পাওলি চাইলেও এ ম্যাচ বাতিল করতে পারবেন না। ইতোমধ্যে ২০ মিনিটেই শেষ হয়ে গেছে আর্জেন্টিনা-ইসরায়েল ম্যাচের টিকেট। এমনকি ইসরায়েলে সফরের জন্য আর্জেন্টিনা বোর্ডকে ৩ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসরায়েল সরকার। আর পুরো অর্থ পেতে হলে মেসি অবশ্যই খেলাতে হবে। কারণ, মেসি না খেললে অর্ধেক অর্থ দেবে দেশটি।

এর আগে ২০১৩ সালে ফিলিস্তিনে সফর করেছিলেন মেসি। সেবার বার্সেলোনার হয়ে পশ্চিম তীরে ফুটবলের উন্নয়নের জন্য কাজ করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আজকের বাজার/আরআইএস