ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু’র কট্টর ডানপন্থী দল ক্ষমতায় থাকতে পারবে কিনা তা নির্ধারণ করতে মঙ্গলবার দেশটিতে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
রাজনীতিতে নতুন সাবেক সেনাপ্রধান নেতানিয়াহুর পুনরায় নির্বাচিত হওয়ার পথে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। সাবেক এই সেনাপ্রধানের সঙ্গে নেতানিয়াহুর কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গ্রিনিচ মান সময় ০৪০০ টায় অধিকাংশ এলাকায় ভোট গ্রহণ শুরু হয়েছে। গ্রিনিচ মান সময় ১৯০০ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
বুধবার ভোরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।