ইসরাইলের সাথে ইরানের বৈঠক এমন খবর বানোয়াট বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
কাসেমি বলেছেন, ইসরাইলি নৃশংসতা থেকে জনমতের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে এ ধরনের বানোয়াট খবর প্রচার করা হচ্ছে। খবর ইরানি সংবাদ সংস্থা ইরনার।
তিনি বলেন, কয়েকটি আরব দেশ ফিলিস্তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি যে বিশ্বাসঘাতকতা করছে তা থেকে জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে।
সৌদি আরবের ওয়েবসাইট ইলাফ অসমর্থিত একটি সূত্রের বরাত দিয়ে সোমবার দাবি করেছিল, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমালে চলমান সংঘর্ষের ব্যাপারে গত রোববার জর্দানে আলোচনা করেছে ইরান-ইসরাইল। ইলাফ আরো দাবি করে, আলোচনায় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও কুনেইত্রা প্রদেশে তৎপর জঙ্গিদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর আসন্ন অভিযান নিয়েও কথা বলে তেল আবিব ও তেহরান।
আরজেড/