জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ইসরাইল ও ফিলিস্তিনের প্রতি ভয়াবহ সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন। খবর বাসস’র।
শুক্রবার (২০ জুলাই) উভয়পক্ষের সংঘাতে ৫ জনের প্রাণহানির পর তিনি এ আহ্বান জানান।
শনিবার (২১ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, গাজা ও ইসরাইলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সংঘাত বেড়ে যাওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এ সংঘাত থেকে পিছুহটা উভয়পক্ষের জন্যেই জরুরি।
হামাস ও ইসরাইলের মধ্যে ২০১৪ সালের পর সম্প্রতি সবচেয়ে ভয়াবহ সংঘাত চলছে। শুক্রবারের সংঘাতে চার ফিলিস্তিনী ও এক ইসরাইলী সৈন্য নিহত হয়েছে।
তিনি গাজায় মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্যে সকল পক্ষকে জাতিসংঘের সঙ্গে কাজ করতে উৎসাহিত করেন।
আজকের বাজার/একেএ