জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জেরুজালেমের চলমান সহিংসতা নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন।
সম্প্রতি জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসায় ইসরাইলী হামলাকে কেন্দ্র করে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ প্রেক্ষিতে গুতেরেস শনিবার ইসরাইলী প্রধানমন্ত্রী এবং ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন।
উভয়ের সাথে আলোচনা শেষে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ বলছে, গুতেরেস উত্তেজনা কমানোর প্রচেষ্টা, উস্কানি বন্ধ, একতরফা পদক্ষেপ এবং শান্তি পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করেছেন।
মুসলিম এবং ইহুদি উভয় সম্প্রদায়ের কাছে পবিত্র বলে গণ্য আল আকসা কমপ্লেক্স্র। গত এক সপ্তাহের সংঘর্ষে দুই শতাধিক লোক আহত হয়েছে। এদের অধিকাংশই ফিলিস্তিনি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, পবিত্র স্থানগুলোর শ্রদ্ধাপূর্ণ স্থিতাবস্থা অবশ্যই বজায় রাখা উচিত বলে গুতেরেস পুনর্ব্যক্ত করেন। এদিকে গাজা থেকে ইসরাইলের উদ্দেশ্যে ছোঁড়া রকেটের জবাবে তেলআবিব পাল্টা বিমান হামলা চালিয়ে আসছে। বুধ এবং বৃহস্পতিবার এ দুদিনই ইসরাইল পাল্টা হামলা চালিয়েছে।
কিন্তু শুক্রবার গাজা থেকে চালানো রকেট হামলার জবাবে ইসরাইল পাল্টা হামলা চালাবে না বলে জানিয়েছে। ইসরাইল বলছে, এর পরিবর্তে তারা রোববার থেকে ছিটমহলের একমাত্র সীমান্ত বন্ধ করে দেবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান