দক্ষিণ লেবানন মুক্ত দিবসে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সমর্থকেরা। গতকাল -সোমবার দখলদার ইসরাইলের সীমান্তবর্তী আদাইসে গ্রামে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে মোটর সাইকেল আরোহীদের হাতে হিজবুল্লাহর পতাকা শোভা পাচ্ছিল। এছাড়াও দক্ষিণ লেবানন মুক্ত দিবস উপলক্ষে দেশজুড়ে আরও নানা কর্মসূচি পালিত হয়েছে। দেশটির নেতারা বক্তব্য-বিবৃতি দিয়েছেন।
হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, দক্ষিণ লেবানন মুক্ত হওয়ার ফলে গোটা অঞ্চলে রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রতিরোধে ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। দক্ষিণ লেবানন মুক্ত করার মাধ্যমে প্রতিরোধ সংগ্রামীরা সবার সামনে প্রমাণ করেছে ইসরাইলের অপরাজেয় থাকার দাবির ভিত্তি নেই।
তিনি আরও বলেছেন, এখনও লেবানন ও ফিলিস্তিনসহ গোটা পশ্চিম এশিয়ার বিরুদ্ধে দখলদার ইসরাইলের হুমকি বিদ্যমান। এ অবস্থায় সবাইকে পরিপূর্ণ প্রস্তুত থাকতে হবে।
দুই হাজার সালের ২৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সমর্থনপুষ্ট ইহুদিবাদী ইসরাইল লেবাননের প্রতিরোধ সংগ্রামীদের কাছে পরাজিত হয়ে দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়। সেখান থেকে সব দখলদার সেনা পালিয়ে যায়।
এরপর থেকে প্রতি বছর দক্ষিণ লেবানন মুক্ত হওয়ার এ দিনটি প্রতিরোধ ও বিজয়ের দিবস হিসেবে পালিত হয়ে আসছে।খবর পার্সটুডে।