ইসরাইল এবং হামাস যুদ্ধের সাথে জড়িত পুলিশ হামলায় এক মুসলিম মহিলা এবং ছয় বছর বয়সী শিশুকে উপুর্যপুরি ছুরিকাঘাত করার অভিযোগে রোববার জোসেফ জুবা নামের এক মার্কিন বাড়িওয়ালার বিরুদ্ধে হত্যা এবং ঘৃণামূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে।
২৬ বার ছুরিকাঘাত করার কারণে শিশুটি হাসপাতালে মারা যায়, তবে ৩২ বছর বয়সী শিশৃুটির মা শনিবারের ‘জঘন্য’ হামলা থেকে আপাতত বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে। ইলিনয়ের উইল কাউন্টির শেরিফের অফিসের এক বিবৃতিতে একথা জানানো হয়।
শেরিফের অফিস জানায়, হামাস ও ইসরাইলিদের সাথে চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ৭১ বছর বয়সী জোসেফ জুবা নামের এক বৃদ্ধ মা-শিশুকে ছুরকাঘাত করে। কারণ, তারা মুসলিম ছিল। বিবৃতিতে বলা হয়েছে, শিকাগোর (৬৪ কিলোমিটার ৪০ মাইল) পশ্চিমে হত্যাকা-ের ঘটনা ঘটেছে।
শেরিফের কার্যালয় বিশদ বিবরণ বা ভিকটিমদের জাতীয়তা দেয়নি, তবে আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের শিকাগো অফিস শিশুটিকে ফিলিস্তিনি-আমেরিকান বলে বর্ণনা করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যে মহিলাটি ৯১১ নম্বরে কল করতে সক্ষম হয়েছিল যখন সে বাড়িওয়ালার সাথে লড়াই করেছিল।
শেরিফের বিবৃতিতে বলা হয়েছে, ‘গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বাসভবনের ভিতরের একটি শয়নকক্ষে দু’জনকে খুঁজে পেয়েছেন। উভয় বুকে ধড় এবং উপরের অংশে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ময়নাতদন্তের সময় ছেলেটির পেট থেকে সাত ইঞ্চি লম্বা ছুরি বের করা হয়।
পুলিশ যখন সেখানে পৌঁছায় তখন তারা দেখতে পায় জুবা বাসভবনের ড্রাইভওয়ের কাছে মাটিতে বসে আছে। হত্যা,খুনের চেষ্টা এবং ঘৃণামূলক অপরাধের দু’টি অভিযোগে অভিযুক্ত হওয়ার আগে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। (বাসস/এএফপি)