পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুলকারেম শহরের চারপাশে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় এক হাসপাতালের পরিচালক একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
থাবেত হাসপাতালের প্রধান আমিন খাদের বলেন, ঐ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চলাকালে ২১ থেকে ২৯ বছর বয়সের পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের একই নগরীতে তাদের সামরিক অভিযান চালানোর খবর এএফপি’কে নিশ্চিত করেছে। (বাসস ডেস্ক)