ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের একটি কারাগারে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ সোমবার বলেছে, তারা বন্দীর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।
কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের বাসিন্দা ওই বন্দি ইসরায়েলের উত্তরে মেগিদো কারাগারে মারা গেছে। খবর এএফপি’র।

বন্দীর নাম উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়, তাকে ২০২২ সালের জুনে গ্রেফতার করা হয় এবং পরে ‘নিরাপত্তাজনিত অপরাধের কারণে’ তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। এতে আরো বলা হয়, এই ধরনের সমস্ত ঘটনার পরিস্থিতি যাচাই করে দেখা হবে।
ফিলিস্তিন কর্তৃপক্ষের বন্দি কমিশন একজন বন্দীর মৃত্যু নিশ্চিত করেছে,তবে আর কোনো তথ্য যাচাই করতে পারেনি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যাক্তি ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের সাথে যুক্ত ছিল।
গত মাসে ইসরায়েলি পুলিশ বলেছে, কারাগারে নির্যাতনে আরেক ফিলিস্তিনি বন্দীর মৃত্যুর তদন্তের অংশ হিসাবে ১৯ কারারক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে।
ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, পশ্চিম তীরের কলকিলিয়ার ৩৮ বছর বয়সী থায়ের আবু আসাব নভেম্বরে ইসরায়েলি কারারক্ষীদের প্রহারে নিহত হন।

‘ইসরায়েলে নির্যাতন বিরোধী পাবলিক কমিটি’ বলেছে, আবু আসাবের মৃত্যু ইসরায়েল প্রিজন সার্ভিস (আইপিএস) কারাগার থেকে একটি প্রতিশোধ ও শাস্তিমূলক বাহিনীতে রূপান্তরিত হচ্ছে’ বলে গুরুতর সন্দেহ সৃষ্টি হয়েছে। (বাসস ডেস্ক)