ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু

ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোববার দেশটির প্রধান আন্তর্জাতিক বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরুর  ঘোষণা দিয়েছে।
লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা শুরুর কারণে সাময়িক সময়ের জন্যে বিমানবন্দরটিতে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়।
মুখপাত্র রয় স্টেইনমেটজ বলেছেন, স্থানীয় সময় সকাল ৭ টার দিকে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
তিনি আরো বলেছেন, অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়া বিমানগুলিও আবার বেন গুরিয়ন থেকে উড্ডয়ন করবে। (বাসস ডেস্ক)