ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান হামাসের

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ করতে হামাস শুক্রবার আন্তর্জাতিক মহলকে ‘অবিলম্বে পদক্ষেপ’ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে হামলা জোরদার করার পর তারা এই আহ্বান জানালো। খবর এএফপি’র।
হামাসের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আরব ও মুসলিম দেশগুলো এবং আন্তর্জাতিক মহলকে আমাদের জনগণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ এবং ধারাবাহিক গণহত্যা বন্ধ করতে অবিলম্বে দায়িত্ব এবং পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’