ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

ছবি : ইন্টারনেট
বিতর্কিত এলাকায় ইহুদিদের বসতি নির্মাণের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ইসরায়েল হাইয়োম পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে বিষয়টি উঠে আসে।

এই সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের সাথে শান্তি প্রক্রিয়াকে জটিল করছে এই বসতি নির্মাণ। ইসরায়েল কিংবা ফিলিস্তিন কেউই শান্তি প্রক্রিয়ার বিষয়ে আন্তরিক নয়।

যুক্তরাষ্ট্র কবে শান্তি পরিকল্পনা সম্পর্কে জানাবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে আরও অপেক্ষা করতে হবে।

সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করে তোলেন ট্রাম্প। এর জের ধরে নতুন করে উত্তেজনা তৈরি হয় ইসরায়েল-ফিলিস্তিনে। শান্তি আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততা নিয়েও প্রশ্ন তোলে ফিলিস্তিন।

আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮