ইসরায়েলি যুদ্ধবিমানকে রাশিয়ার বাধা

সিরিয়া থেকে লেবাননের আকাশ সীমায় প্রবেশ করে ইসরায়েলি যুদ্ধবিামানকে বাধা দিয়েছে রাশিয়ার বিমান সু-থার্টি ফোর জেট।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই এ খবর জানিয়েছে। তবে ইসরায়েল বা রুশ কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করেননি।

ইসরায়েলি সংবাদপত্র হাদাসটের খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধ বিমানকে বাধা দেওয়ার আগে রুশ বিমানগুলো নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনে অংশ নিয়ে থাকতে পারে। আল মাসদার নামে আরেক সংবাদমাধ্যম জানায়, এই মাসে প্রথমবারের মতো রুশ বিমান সিরিয়া থেকে লেবাননের আকাশ সীমায় প্রবেশ করলো।

লেবানন ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে অভিহিত করে থাকে। নজরদারির উদ্দেশ্যে ইসরায়েলি বিমানগুলো প্রায়ই লেবাননের আকাশসীমায় প্রবেশ করে। লেবানন প্রায়ই দেশটির বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ তুলে থাকে।

কিছুদিন হলো সিরিয়ায় ইরানি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইরান ও হিজবুল্লাহ সিরিয়ায় আসাদ সরকারের পক্ষে লড়াই করছে। লেবাননের আকাশ সীমা ব্যবহার করেই ইসরায়েল এসব চালিয়ে থাকে।

আরজেড/