ইসরায়েলের পশ্চিম তীরে বসবাসরত ইহুদিদের সঙ্গে সংঘর্ষে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরও একজন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, শনিবার রামাল্লাহ শহরের পূর্বে অবস্থিত আল মুঘাইর গ্রাম এবং আদেই আল ইহুদি ফাঁড়ির মাঝামাঝি এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে হামদি নাসান (৩৮) নামে এক ফিলিস্তিনি নিহত হন। তিনি চার সন্তানের বাবা ছিলেন।
আইডিএফ আরও জানান, বেশ কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলের বসবাসকারীদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আইডিএফ এবং ইসরায়েলের সীমান্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ