ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করেছে সিরিয়া

সিরিয়ার আকাশসীমায় উড়ার সময় ইসরায়েলের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে সিরিয়ান সেনাবাহিনী। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক সিরিয়ান সেনাবাহিনীর সূত্রে এ খবর জানিয়েছে।

এদিকে ইরান ভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি বিধ্বস্ত বিমানের ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, একটি খোলা জায়গায় রাস্তার পাশে বিশাল আগুনের কুণ্ডলি জ্বলছে। সামাজিক মাধ্যমে এই ছবি শেয়ার করছেন অনেকে।

ইসরায়েলের একটি টিভি চ্যানেলের বরাতে স্পুটনিক জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত যুদ্ধবিমানটি এফ-১৬ প্রজন্মের।

এর আগে গতকাল ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরানের একটি ড্রোন সিরিয়া সীমান্তে বিধ্বস্ত করেছে। ড্রোনটিকে অনুসরণ করে উত্তর সিরিয়ার একটি এলাকায় বিমান হামলাও চালায় ইসরায়েলি বাহিনী। এর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমানটি ভূপাতিত করলো সিরিয়ান সেনাবাহিনী।

ইসরায়েলের ভূপাতিত যুদ্ধবিমানের ছবি প্রকাশ করেছে প্রেসটিভি

আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮