পূর্ব জেরুজালেমের প্রান্তে বেশ কিছু ফিলিস্তিনি ঘরবাড়ি ইসরায়েলের গুঁড়িয়ে দেয়াকে ‘জাতিগত নির্মূলের’ ঘটনা বলে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেই সাথে তিনি জানিয়েছেন, ইসরায়েলের সাথে সব চুক্তি বাতিলে তিনি পদক্ষেপ নেবেন।
বৃহস্পতিবার রামাল্লায় পিএলও নেতাদের বৈঠক শেষে একটি বিবৃতি দেন আব্বাস। প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের সাথে সই হওয়া সব চুক্তির ইতি টানার কাজ এগিয়ে নিতে তিনি একটি কমিটি গঠন করবেন। তবে, এ পদক্ষেপের সময়সীমা বিষয়ে বিবৃতিতে পরিষ্কার করে কিছু বলা হয়নি। খবর ইউএনবি।
পশ্চিম তীরে পৃথকীকরণ দেয়ালের খুব কাছে নির্মাণ করা হয়েছে- এমন অজুহাত দেখিয়ে কয়েকটি ভবন ইসরায়েলের ভেঙে দেয়ার তিন দিন পর প্রেসিডেন্ট আব্বাসের এ মন্তব্য পাওয়া গেল। বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলছিল।
ইসরায়েল ও ফিলিস্তিনিদের মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে আব্বাস বলেন, ‘ফিলিস্তিন ও জেরুজালেম বিক্রি বা দর কষাকষির জন্য নয়।’
আজকের বাজার/এমএইচ