ব্রিটেনে ইসলামবিরোধী ফেইসবুক পেইজ বন্ধ

যুক্তরাজ্যের ইসলামবিরোধী রাজনৈতিক সংগঠন ‘ব্রিটেন ফার্স্ট’ এর ফেইসবুক পেইজ বন্ধ করে দিয়েছে সামাজিক মাধ্যমটির কর্তৃপক্ষ।

ফেইসবুক বলছে, দলটি বারবার ফেইসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে আসছিল। যার কারণেই এই ব্যবস্থা।

সম্প্রতি ফেইসবুক কর্তৃপক্ষ ২০ লাখ ফলোয়ার থাকা ইসলাম বিরোধী পেইজটি বন্ধ করে দেয়।

ফেইসবুক পেইজটিতে থেকে মুসলিমবিরোধী নানা ছবি ও ভিডিও প্রকাশ করা হতো। যা মুসলমানদের বিরুদ্ধে অন্যদের ঘৃণা ছড়াতে উৎসাহিত করছিল। যা ফেইসবুকের নীতিমালা ভঙ্গ করে।

বিষয়টি জানিয়ে ফেইসবুক কর্তৃপক্ষ সংগঠনটিকে সতর্কবার্তাও দেয়। তবে সংগঠনটি তা না মানায় পেইজটি শেষ পর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং তা কার্যকর করে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে ও লন্ডনের মেয়র সাদিক খান ফেসবুকের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।টেরিজা মে মনে করেন, ফেইসবুকের মত অন্য স্যোসাল মিডিয়া মাধ্যমগুলোর এমন পদক্ষেপ নেয়া উচিত।

এমআর/