'পাকিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করছে আফগানিস্তান', পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে কাবুল।
আফগানিস্তান বলেছে, নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ থাকলে তা যেন ইসলামাবাদ আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রদর্শন করে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ সম্প্রতি সে দেশের সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক স্থায়ী কমিটিকে বলেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় পাকিস্তানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে ভারত।
পাল্টা প্রতিক্রিয়ায় আফগানিস্তানের প্রেসিডেন্টের মুখপাত্র নাজিবুল্লাহ আজাদ বলেন, ইসলামাবাদ যে দাবি করেছে, তার স্বপক্ষে যেন উপযুক্ত দলিল প্রমাণ দেখায়।
আফগানিস্তানের তালেবানের ওপর ইসলামাবাদের কোনো নিয়ন্ত্রণ নেই বলে সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।
সূত্র : পার্সটুডে
আজকের বাজার : এমএম / ২৮ অক্টোবর ২০১৭