পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা লিয়াকত হোসাইল মুঘল পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তা পুর্ব ঘোষণা অনুযায়ী ১ লাখ ৫২ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
কোম্পানিটি ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। এর মধ্যে ৩ শতাংশ নগদ এবং ১১ শতাংশ বোনাস।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে।
রাসেল/