জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি অনুসারে ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পে ডিসেম্বর-২০১৯ সাল পর্যন্ত এই নিয়োগ দেওয়া হবে।
সম্প্রতি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২টি পদে মোট ৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
হিসাবরক্ষক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগপ্রাপ্তরা যথাক্রমে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা ও ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৪১০ টাকা বেতন পাবেন।
আগ্রহী প্রার্থীরা http://www.islamicfoundation.gov.bd/-এর ওয়েবসাইটে আবেদনফরম পাবেন এবং তা পূরণ করে প্রকল্প পরিচালক, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন করা যাবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে
আরএম/