ইসলামি ব্যাংকের ৫ শীর্ষ কর্মকর্তাকে অপসারণ

অপসারণ করা হয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শীর্ষ পর্যায়ের ৫ কর্মকর্তাকে। মঙ্গলবার ও বৃহস্পতিবার ২ দফায় তাদের এই অপসারণ কর্যক্রম চালানো হয়।  তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, কাউকে অপসারণ করা হয়নি। তারা নিজ থেকেই পদত্যাগ করেছেন।

ব্যাংকটির দায়িত্বশীল সূত্রে বিষয়টি জানা গেছে।

অপসারণকৃতরা হলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. শামসুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. হাবিবুর রহমান ভুঁইয়া, আবদুস সাদেক ভুঁইয়া, মো. মোহন মিয়া এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) আমিরুল ইসলাম।

সূত্র জানায়, গত ২৯ মার্চ অনুষ্ঠিত ইসলামি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির শীর্ষ পদে পরিবর্তনের সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় উল্লেখিতদের অপসারণ করা হয়।

এর আগে গত বছরের ৫ জানুয়ারি ইসলামি ব্যাংকের মালিকানা ও পরিচালনা পর্ষদে বড় ধরণের পরিবর্তন আসে। ওইদিন ব্যাংকটির তৎকালীন এমডি আব্দুল মান্নানকে অপসারণ করা হয়। এরই ধারাবাতিকতায় সাবেক সচিব আরস্তু খান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হন। এর পর বিভিন্ন সময়ে ব্যাংকটিতে পরিবর্তন আসে।

এ প্রসঙ্গে ইসলামি ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, কাউকে অপসারণ করা হয়নি। ব্যাংকের পাঁচ কর্মকর্তা নিজেদের ইচ্ছায় পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন এটা তাদের বিষয়। এদের মধ্যে কেউ অসুস্থ আছেন, আবার কারও চাকরির মেয়াদ এক থেকে দুই মাস আছে। এই সব কারণে তারা পদত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, ইসলামি ব্যাংকে ১৩ থেকে ১৪ হাজার কর্মকর্তা-কর্মচারি রয়েছে। এদের মধ্যে কিছু পরিবর্তন হবে এগুলো স্বাভাবিক বিষয়।

রাসেল/