ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৬ ডিসেম্বর দেশের ৮টি বিভাগে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ঢাকাস্থ দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ও তামীরুল মিল্লাত কামিল মাদরাসায় অনুষ্ঠিত পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উভয় মাদরাসার অধ্যক্ষসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।
এদিকে দেশের ৮টি বিভাগে একযোগে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য।
জানা গেছে এ বছর ৫ টি বিভাগে শিক্ষার্থী ভর্তির জন্য এ পরীক্ষা নেয়া হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য বিশ^বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে।
আজকের বাজার: আরএম/এলকে ৬ ডিসেম্বর ২০১৭