‘এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০১৭’ তে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহক মেসার্স মৌসুমী ফ্যাশনের সত্ত্বাধিকারী মিসেস মৌসুমী আক্তারের হাতে ইসলামী ব্যাংকের পক্ষে এসএমই নারী উদ্যোক্তা বিনিয়োগের ২০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন।
সম্প্রতি বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এ চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভেলপমেন্ট উইং প্রধান মোহাম্মদ মোহন মিয়াসহ বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।