ইসলামী ব্যাংকের বোর্ড সভা ১৩ মে

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড সভা আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০১৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

আজকের বাজার:এলকে/ এলকে/৪ মে,২০১৭