ইসলামী ব্যাংকের রোহিতপুর উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার জিঞ্জিরা শাখার অধীনে রোহিতপুর উপশাখা চালু করেছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন ২৩ ডিসেম্বর ২০২০ প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম এবং রোহিতপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান। জিঞ্জিরা শাখাপ্রধান মোহাম্মদ ওবায়দুল­াহ স্বাগত বক্তব্য দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ আবুল হায়দার কামাল। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।